-:বিবাহ সম্পর্কে একটা পোষ্ট:-
ওলামাগণ লিখিয়াছেন অপেক্ষাকৃত গরিবের মেয়ে বিবাহ করিবে।
কেননা বড় লোকের মেয়ে বিবাহ করিলে পাঁচ প্রকার মচীবতে পরিতে হয়।
(১)মোহর বেশী দিতে হয়।
(২)প্রস্ততির টাল বাহানায়(অর্থাত্ বিবির সহিত সাক্ষাত্)রুকছতি বিলম্বে হয়।
(৩)বিবির দ্বারা খেদমত নেওয়া মুশকিল হইয়া পড়ে।
(৪)সে খরচ পত্র বেশী করিতে চাহিবে।
(৫)তালাক দিতে চাহিলেও মালের লোভে তালাক দেওয়া মুশকিল হইয়া পড়িবে।
No comments:
Post a Comment