Thursday, July 4, 2013

-:মোনাফেক সর্ম্পকে একটা পোষ্ট:-

-:মোনাফেক সর্ম্পকে একটা পোষ্ট:- ক্বেয়ামাতের দিন মোনাফেক নারী পুরুষ সকলেই মোমেনদিগকে বলিবে তোমরা আমাদের জন্য একটু অপেক্ষা কর যেন আমরাও তোমাদের নূর হইতে কিছু আলো পাইতে পারি।তখন তাহাদিগকে উত্তর দেওয়া হইবে তোমরা পিছনে হটিয়া আলো তালাশ কর।অতঃপর উভয়ের মধ্য ভাগে একটা প্রাচীর খাড়া হইয়া যাইবে যাহার মধ্যে একটি দরজা থাকিবে যাহার ভিতর দিকে রহমত হইবে ও বাহির দিকে আজাব হইবে।তখন মোনাফেক্বগণ চিত্‍কার করিয়া বলিবে আমরা কি দুনিয়াতে তোমাদের সাথে ছিলাম না? তখন মুসলমানগণ বলিবেন,হ্যাঁ ছিলে সত্যই;তবে তোমরা নিজদিগকে ভুল পথে চালিত করিয়াছিলে ও মুসলমানদের উপর বিপদ আসুক এর অপেক্ষায় থাকিতে আর ইসলামের ব্যপারে সন্দেহ পোষণ করিতে।এবং বেহুদা আশা আকাঙ্খাগুলি তোমাদিগকে ধোকায় ফেলিয়া রাখিয়াছিল।এমন কি মউতের পূর্বক্ষণ পর্যন্ত ধোকাবাজ শয়তান আল্লাহর ব্যাপারে তোমাদিগকে ধোকায় ফেলিয়া রাখিয়াছিল।

No comments:

Post a Comment