Thursday, July 4, 2013
তাওয়াক্কুলের একটা ঘটনা
তাওয়াক্কুলের একটা ঘটনা
কথিত আছে যে জনৈক দরবেশ কোন এক মসজিদে এ'তেকাফের নিয়াতে বসিয়া পড়িল।কিন্ত তাহার খাওয়ার কোন ব্যবস্হা ছিল না।মসজিদের ইমাম সাহেব উপদেশ দিলেন যে,অসহায় অবস্হায় মসজিদে পড়িয়া থাকার চেয়ে কোন কাজ কর্ম করিয়া খাওয়া উত্তম কারণ পেট পালা ফরজ।দরবেশ চুপ করিয়া রহিলেন।ইমাম সাহেব তাহাকে আবার উক্ত কথা বলিলেন কিন্ত দরবেশ ইহাতে চুপ রহিলেন,ইমাম যখন তৃতীয় বারের পর চতুর্থ বার তাঁহাকে এই রুপ নচিহত করিলেন তখন দরবেশ মুখ খুলিয়া বলিল যে,মসজাদের পাশে ইহুদী দোকানদার আমাকে দৈনিক দুইটা করিয়া রুটি পৌছাইবার ওয়াদা করিয়াছে।ইমাম সাহেব বলিলেন তবে আপনি এ'তেকাফ করিতে পারেন।এইবার দরবেশ বলিলেন আফছোছ আপনার মত লোক ইমাম না হওয়া উচিত ছিল।এইরুপ অসম্পূর্ণ তওহীদ লইয়া বান্দা ও আল্লাহর মধ্যে কি করিয়া মধ্যস্হতা করেন।একজন কাফের ইহুদীর ওয়াদা আপনার নিকট আল্লাহ্ পাকের রিজিক পৌঁছানোর ওয়াদার চেয়ে অধিক বিশ্বাসযোগ্য হইয়া গেল।আফছোছ আপনার অবস্হার উপর।
বাস্তবিকই দরবেশ ছাহেব সত্য বলিয়াছেন বান্দার ওয়াদার উপর তো আমাদের বাশ্বাস হয় কিন্ত আল্লাহ্ পাকের ওয়াদার উপর হয় না।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment